আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

জালালাবাদ এসোসিয়েশন নাপলী ইতালী শাখার কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ১৬:৩০:৩৪

সিলেট :: জালালাবাদ এসোসিয়েশন নাপলী প্রভিন্সি ইতালী শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার ইতালির বন্দর নগরী নাপলীতে প্রভিন্সি এ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

সরফ উদ্দিনকে সভাপতি ও সৈয়দ আব্দুল খালিককে সাধারণ সম্পাদক করে ১০৭ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে আরো সদস্য হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লা (বিয়ানীবাজার), সহ সভাপতি দেলোয়ার আহমদ (গোলাপগঞ্জ), নজমুল ইসলাম (বিয়ানীবাজার), খোকন আহমদ (গোলাপগঞ্জ), ছানু মিয়া (গোলাপগঞ্জ), হাফিজুর রহমান শিশু (জগন্নাথপুর), সাজু আহমদ জামিল (বিয়ানীবাজার), আব্দুল হাছিব (বড়লেখা), ফয়জুল হক ( সুনামগঞ্জ), গৌছুল আজম চৌধুরী (বিয়ানীবাজার), জসিম উদ্দিন (সিলেট), আব্দুল রাজ্জাক (শ্রীমঙ্গল), সহ সাধারণ সম্পাদক জুবের আহমদ জেবলু (বড়লেখা), হোসেন আহমদ (বিয়ানীবাজার), আলী আমজাদ (দিরাই), নোমান আহমদ (বিয়ানীবাজার), আব্দুল আহাদ (বিশ্বনাথ), সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব (বড়লেখা), জয়নাল আবেদিন (বিয়ানীবাজার), খালেদুর রহমান (হবিগঞ্জ), দবির হাছান (জগন্নাথপুর), মুর্শেদ আলম (গোলাপগঞ্জ), বিষ্ণু (কুলাউড়া), ইকবাল হোসেন (গোলাপগঞ্জ), অর্থ সম্পাদক বুলবুল আহমদ (গোলাপগঞ্জ), সহ অর্থ সম্পাদক মো. শাহীনুর রহমান (সুনামগঞ্জ), প্রচার সম্পাদক জুনেদ হাছান (বিয়ানীবাজার), সহ প্রচার সম্পাদক মো. স্বাধীন মিয়া (জগন্নাথপুর), দপ্তর সম্পাদক জাহেদ আহমদ (বড়লেখা), সহ দপ্তর সম্পাদক সৈয়দ আব্দুল কুদ্দুস জয় (জগন্নাথপুর), সমাজ কল্যান সম্পাদক মমিন উল্লাহ মামুন (সিলেট), সহ সমাজ কল্যান সম্পাদক আনোয়ার হোসেন (বিয়ানীবাজার), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সাইম (বিয়ানীবাজার), সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হান আহমদ (বিয়ানীবাজার), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাকিল আহমদ (বালাগঞ্জ), সহ ধর্ম বিষয়ক সম্পাদক আজাদ হোসেন (ছাতক), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ লোকমান (বিয়ানীবাজার), সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুহুল আলম (গোলাপগঞ্জ), আইন বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসেন (গোলাপগঞ্জ), সহ আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ (জামালগঞ্জ), মহিলা বিষয়ক সম্পাদক নাদিয়া খাঁন (সিলেট), সহ মহিলা বিষয়ক সম্পাদক সহিফা মো. (সিলেট), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলু আহমদ (গোলাপগঞ্জ), সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামিল আহমদ (বিয়ানীবাজার), ক্রীড়া সম্পাদক জাহেদ আহমেদ (বিয়ানীবাজার), সহ ক্রীড়া সম্পাদক মো. আমিন উদ্দিন (বড়লেখা), মানবাধীকার সম্পাদক কামরুল হাছান লিটন (চুনারুঘাট), সহ মানবাধীকার সম্পাদক আহমেদ জাকারিয়া (মৌলভীবাজার), সাহিত্য সম্পাদক জাফর আহমদ (বড়লেখা), সহ সাহিত্য সম্পাদক মিজান উদ্দিন (বিয়ানীবাজার), ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (গোলাপগঞ্জ), সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মইনুল হোসেন (বিয়ানীবাজার)।


সিলেটভিউ২৪ডটকম/০১ জুলাই ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের