আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

স্পেনের টেনেরিফে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ক্লাব’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১১ ১৭:২৭:২৭

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনের কানারিয়া দ্বিপপুঞ্জভুক্ত টেনেরিফেতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গল ক্লাব চ্যম্পিয়ন হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগষ্ট) রাতে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় টুর্নামেন্টের সকল দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় বেঙ্গল ক্লাব মোকাবেলা করে আনস্টোপেবোল টাইগার এর সাথে। খেলায় আনস্টোপেবোল টাইগার নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৭২ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে বেঙ্গল ক্লাব ২ওভার হাতে রেখেই ৭২রান টপকে ৭৩ রান সংগ্রহ করে বিজয় নিশ্চিত করে।

বেঙ্গল ক্লাবের কয়েকজন তরুণের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের হয়ে খেলেন ৮জন খেলোয়াড়। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় ৪টি দল বাদ পড়ে। রাতে চলাকালীন এ টুর্ণামেন্টের খেলা দেখতে মহিলাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- রুহুল আমিন, জাকির আহমেদ, মন্টু মিয়া, পাবলু আহমেদ, সাঈদ আহমেদ, রিঙ্কো আহমেদ, সাগর আহমেদ, জাহাঙ্গির সাগর, নাজিম খান, তারেক সিদ্দিকী প্রমূখ।

টুর্নামেন্টের আয়োজক ক্লাব বেঙ্গল ক্লাবের অন্যতম সদস্য নাদিম আহমেদ বলেন, টেনেরিফের সকল নবীন যুবকদেরকে বাংলাদেশি সংস্কৃতি তথা খেলাধূলার প্রতি উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে এই ধরণের টুর্নামেন্টের  আয়োজন করার চেষ্টা করা হবে।


সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০২০/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের