Sylhet View 24 PRINT

স্পেনে করোনা সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-২৮ ১৬:০৪:৫৪

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) বিকেলে স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা এবং সেন্ট্রো সালুদ (জাতীয় মেডিক্যাল সেন্টার) কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয়।

রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস ও ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর যৌথ পরিচালনায় সভায় স্পেনে দ্বিতীয় ধাপে কোভিড মহামারী ছড়িয়ে পড়ায় বাংলাদেশিদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ ও নানা দিকনির্দেশনা দেন মাদ্রিদ সেবা কেন্দ্রের প্রধান কারমেন সুফেদা, সেন্ট্রো মাদ্রিদের আনা, লাভাপিয়েস স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার নাতালিয়া প্রমুখ।

কোভিড-১৯ এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব মেনে আয়োজিত অনুষ্ঠানে ও যথাযথ স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে খুলা মাঠে আয়োজিত সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, নারী নেত্রী আফরোজা রহমান, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ, মানিক মিয়া, অজগর মিয়া প্রমুখ।

সভায় ডাক্তার নাতালিয়া বলেন, রাষ্ট্রীয় সতর্কতা উঠিয়ে নেয়ার পর বর্তমানে স্পেনে দ্বিতীয় ধাপে কোভিড মহামারী ছড়িয়ে পড়েছে। এর মধ্যে প্রায় দুই শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। সর্বত্র আতংক বিরাজ করছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই আয়োজন করেছি।

তিনি প্রবাসী বাংলাদেশিদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতনতা সৃষ্টি করতে কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।


সিলেটভিউ২৪ডটকম/২৮ আগস্ট ২০২০/কেএএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.