আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গণতন্ত্র পুনরুদ্ধার করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : আহমেদ আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২২ ১০:৩৯:৩১

সিলেট ভিউ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেছেন, অধিকার আদায় ও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষা শহীদগণ আমাদের প্রেরণার উৎস। রবিবার (২১ ফেব্রুয়ারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদিআরব বিএনপির ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে  এসব কথা বলেন।

আহমেদ আলী মুকিব বলেন দেশের স্বাধীনতাকে সুরক্ষা দিতে ও গণতন্ত্রকে ফিরিয়ে দেয়ার জন্য জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি দেশের মানুষের মধ্যে বৃহৎ ঐক্য সৃষ্টি করেছিলেন। বিভিন্ন মত ও পথের মানুষের মধ্যে সেতৃবন্ধন তৈরী করেছিলেন। শুধুমাত্র গণতন্ত্রের জন্য খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। অস্ত্র দিয়ে, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। বিএনপিকে নতুন প্রজন্মের কাছে যেতে হবে। শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতার সঙ্গে আমাদের সামনে সত্যকে তুলে ধরতে হবে। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুরুদ্ধার আন্দোলনে এই প্রজন্মকে সম্পৃক্ত করা সম্ভব।

সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমত সহসভাপতি আব্দুল মান্নান,এরশাদ আহমেদ  সহসভাপতি আব্দুল্লাহ ফারুক তফন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সিলেটি ভিউ ২৪ ডটকম/পিটি-২

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের