Sylhet View 24 PRINT

জেল হত্যা দিবসে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-০৭ ১৯:১৪:০২

অস্ট্রেলিয়া প্রতিনিধি ::    ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শোক ও আলোচনা সভা করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিডনির একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত কলামিস্ট অজয় দাশগুপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন— অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অপু সারোয়ার,অস্ট্রেলিয়া যুবলীগের মহিউদ্দিন চৌধুরী, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নোমান শামীম,অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক জুয়েল তালুকদার,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন অলোক, যুগ্ম-সাধারন সম্পাদক ফয়সাল মতিন, যুগ্ম-সাধারন সম্পাদক হারুন অর রশীদ, সহ-সভাপতি ডা. একরাম চৌধুরী, সহ-সভাপতি শাহ আলম, কবি ও কলামিস্ট ডঃ শাখাওয়াৎ নয়ন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল,একুশে একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি নেহাল নেয়ামুল বারী ও সর্বজনাব নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। জাতীয় চার নেতার অন্যতম খুনি খন্দকার মোশতাক আহমেদ মুক্তিযুদ্ধের সময় থেকেই পাকিস্তানের চর হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার যোগ্য রাজনৈতিক উত্তরসূরীদেরও হত্যা করা হয়, যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। এরই ধারাবাহিকতায় সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেন,যার মাশুল জাতি আজো দিয়ে যাচ্ছে।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয় চার নেতার সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে জেলহত্যার রাজনৈতিক প্রেক্ষিত তুলে ধরেন। তারা বলেন, মুশতাক-জিয়ারা যে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছিলেন, তা আজও শেষ হয়নি। আজও বাংলাদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশে-বিদেশে বঙ্গবন্ধুর সৈনিকদের তাই সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।


সিলেটভিউ২৪ডটকম/০৭ নভেম্বর ২০১/এমজে/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.