Sylhet View 24 PRINT

ভারতের শিল্পমন্ত্রীর সঙ্গে আমুর সাক্ষাত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০২ ১১:২৬:০৭

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে শুক্রবার তার দফতরে সাক্ষাত করেছেন সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সাক্ষাতকালে তারা শিল্পায়নের ক্ষেত্রে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের উপর জোর দেন। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের শিল্পায়নে ভারতের বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়।
 
বাংলাদেশ-ভারত বর্তমান সম্পর্ককে দুই মন্ত্রী ১৯৭১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন। আমির হোসেন আমু ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। বাংলাদেশে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধিতে আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশে একটি যৌথ ইভেন্ট আয়োজনের ব্যাপারেও দুই মন্ত্রী একমত হন। তাছাড়া দ্রুত বাংলাদেশ সফরের জন্য আমুর আমন্ত্রণও গ্রহণ করেন ভারতের শিল্পমন্ত্রী।
 
বাংলাদেশের শিল্পমন্ত্রী দ্রুত তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়ে জোর দেন। অপরদিকে ভারতের শিল্পমন্ত্রী দু’দেশের মধ্যে সীমান্ত চুক্তির মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান সম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে বলে উল্লেখ করেন। এর আগে নয়াদিল্লীতে একটি সেমিনারেও অংশ নেন মন্ত্রী।

সিলেটভিউ২৪ডটকম/০২নভেম্বর২০১৭/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.