Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন ১১ মার্চ : প্রধান অতিথি তথ্যমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-৩১ ১১:১০:০৩

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন আগামী ১১ মার্চ রোববার নিউইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ  সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ।

এদিকে, সম্মেলন সফল করার লক্ষে যুক্তরাষ্ট্র জাসদের পক্ষ থেকে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ব্রঙ্কসে ২৯ জানুয়রি সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসদ নের্তৃবৃন্দ গণসংযোগ করে। এসময় তারা ব্রঙ্কসে বসবাসরত জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, জাসদ নেতা শওকত ওসমান লস্কর, আবুল ফজল লিটন, সৈয়দ মোশারফ হোসেন সাহান, শাহনুর কোরেশী, মনসুর আহমদ চৌধুরী, রুহেল চৌধুরী প্রমুখ।

সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে সম্মেলন সফল করে তুলতে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগীতা কামনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। সভায় জাসদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাসহ সম্মেলন সফল করার লক্ষে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলিন, ওজনপার্ক, এষ্টোরিয়া, লং-অ্যাইল্যান্ড, জ্যাকসন হাইটসে কর্মী সভা ও বিভিন্ন পেশাজীবী নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় অব্যাহত রাখা হবে বলে জানান হয়।

এছাড়া নিউজার্সিতে বসবাসরত জাসদের নেতা-কর্মীদের রাজনৈতিক-সাংগঠনিক কার্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে ১২ ফেব্রুয়ারি মতবিনিময় সভা আয়োজনের কথাও জানান বক্তারা। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ জাসদের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সকল কর্মসূচিতে সক্রীয়ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেওয়ান শাহেদ চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/৩১জানুয়ারি২০১৮/ডেস্ক/এমইকে


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.