Sylhet View 24 PRINT

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-০৩ ১৫:৪৫:২৫

মৌলভীবাজার প্রতিনিধি :: ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাধারণ নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। এতে ৩৫টি পদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

গেল ০১ ফেব্রুয়ারি বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় অফিসে প্রধান নির্বাচন কমিশনার ডা: নজরুল ইসলাম এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।

এতে মাহবুব-মকিস-রানা পরিষদের চেয়ারপার্সন পদে বর্তমান চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারি পদে প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ট্রেজারার পদে হাবিবুর রহমান রানা সহ ৪২ জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।

অন্যদিকে আতা-খসরু-সালেহ পরিষদের চেয়ারপার্সন পদে ব্যারিস্টার আতাউর রহমান, জেনারেল সেক্রেটারি পদে খসরু খাঁন ও ট্রেজারার পদে সালেহ আহমদ সহ ৩৬ জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া চেয়ারপার্সন পদে স্বতন্ত্র হিসাবে শাহজাহান আহমদ তরফদারও মনোনয়ন জমা দিয়েছেন। সংগঠনের ১২ টি রিজিওনাল কমিটি থেকে ৪১৩ জন ডেলিগেটস (ভোটার) এবছর ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রবাসীদের দাবীদের ক্যাম্পেইন সহ বৃটেনে কমিউনিটি ও গ্রেটার সিলেট এর বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদান রেখে আসছে। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বর মাসে বার্মিংহামে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত হবে ওল্ডহামের মেলোনিয়াম সেন্টারে ।

এদিকে নমিনেশন পত্র গ্রহনের সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বর্তমান জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ম কয়ছর, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ট্রেজারার ফিরোজ খান, সাবেক চেয়ারপার্সন মনছব আলী জেপি, সাবেক জেনারেল সেক্রেটারি মির্জা আছহাব বেগ সহ বিভিন্ন রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ। এছাড়া ও  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ৪টি কমিটিও রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৩ ফেব্রুয়ারি ২০১৮/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.