Sylhet View 24 PRINT

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির হামলা, ভাঙচুর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-০৯ ১০:৩৩:৫১

সিলেটভিউ ডেস্ক :: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুর করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। তারা সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করেছেন। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগে প্রায় ১০ মিনিট বিএনপি কর্মীরা নিচতলার অভ্যর্থনাকক্ষে হট্টগোল করেন। হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার নাম ধরে খোঁজাখুঁজি করতে থাকেন।

এ ঘটনায় পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনকে আটক করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা কেন্দ্র করে হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।

স্থানীয় সময় বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা ওই বিক্ষোভে দুই শর বেশি নেতা-কর্মী যোগ দেন। লন্ডন মহানগর বিএনপির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করতে চায়। সরকারকে হুঁশিয়ার করে দিতেই আমরা এখানে হাজির হয়েছি।’ জানা যায়, পশ্চিম লন্ডনের কেনসিংটন এলাকার ‘কুইন্স গেট’ সড়কে হাইকমিশনের বিপরীত ফুটপাথে বিএনপি কর্মীদের বিক্ষোভের জন্য বেষ্টনী তৈরি করে দেয় ? পুলিশ। একপর্যায়ে বেশকিছু নেতা-কর্মী হাইকমিশন ভবনে ঢুকে পড়েন।

হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, বিএনপি নেতা-কর্মীরা শুরু থেকেই আগ্রাসী ও বেপরোয়া ছিলেন। তাদের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা গালাগাল এবং নানা হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে হাইকমিশনের কর্মকর্তা শামীম রেজাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের এই কর্মকর্তা বলেন, স্মারকলিপি দেওয়ার জন্য একজনকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু পুলিশকে ধাক্কা দিয়ে ওই সময় ১৫-২০ জন নেতা-কর্মী ভিতরে ঢুকে পড়েন। তারা অভ্যর্থনাকক্ষে রাখা বঙ্গবন্ধুর একটি ছবির ফ্রেম ভেঙে ছবিটি বাইরে নিয়ে যান। বিএনপির লোকজন একটি চেয়ারও ভাঙচুর করেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। কিন্তু হাইকমিশনের কর্মকর্তারা সেখানে তাদের ছবি তুলতে যান। গুমের লিস্টে নাম দিয়ে দেওয়ার হুমকি দেন।

হাইকমিশন তাদের স্মারকলিপি দেওয়ার অনুমতি দিচ্ছিলেন না। যে কারণে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

সিলেটভিউ২৪ডটকম/৯ফেব্রুয়ারি২০১৮/ডেস্ক/এমইকে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.