আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গণতন্ত্রের ভবিষৎ ও করনীয় শীর্ষক সেমিনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৩ ১৩:৪৯:২৬

অস্ট্রেলিয়ার প্রতিনিধি :: 'বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার' উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষৎ ও  করনীয় শীর্ষক সেমিনার রবিবার সিডনির ক্যান্টাবেরি লীগ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ আলোকপাত করেন- চালস স্টুয়ার্ট  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী মোহাম্মদ আব্দুল্লাহ।

বাংলাদেশের গণতন্ত্রে ভবিষৎ নিয়ে তথ্য বহুল বক্তব্য উপস্থাপন করেন- ভয়েস অফ সিডনির মহাপরিচালক ডঃ নার্গিস বানু।

বাংলাদেশ পলিসি ফোরাম অস্ট্রেলিয়ার একে এম আসাদজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পলিসি ফোরামের প্রধান উপদেষ্টা মোঃদেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যাক্তিত্ব লিয়াকত আলী স্বপন, লেবার পাটি ল্যাকেম্বার সভাপতি মোঃলুৎফুল কবির, আমরা বাংলাদেশী সংগঠনের ইব্রাহিম খলিল মাসুদ, লেবার পাটি ক্যামসির সভাপতি হাবিব মোহাম্মদ জকি, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এস এম নিগার এলাহী চৌধুরী, স্প্রুভাত সিডনির সম্পাদক ডঃফারুক আমিন, রাজনৈতিক ব্যাক্তিত্ব এম এইচ ইসমাঈল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএনএম মাসুম, স্বাধীনকন্ঠের সম্পাদক মিজানুর রহমান সুমন, নিউসাউথওয়লস এসোসিয়েশনের মোঃ হাবিবুর রহমান।

সেমিনারে কমিউনিটি, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০এর সাবেক ছাত্রনেতা মোঃরুহুল আমিন, বিএনপি অস্ট্রেলিয়ার সহ সভাপতি মোঃমোবারক হোসেন, স্বদেশবার্তার সম্পাদক আউয়াল খান, নিউসাউথওয়েলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃজামিল হোসেন, যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, সাধারন সম্পাদক খাইরুল কবির পিন্টু, নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি ইন্জানিয়ার মোঃকামরুল ইসলাম শামীম, আব্দুস সামাদ শিবলু,মোঃরাশেদ খান, এসএম খালেদ, মোঃআরিফুর রহমান, মোঃজুম্মন হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন রাজু, জেবল হক জাবেদ, মোঃজসিম উদ্দিন, আব্দুল মজিদ, আব্দুল করিম, আনিসুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুস সামাদ, মিজানুর রহমান সহ আর ও অনেকে।                                                    

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সংকিত, যেই দেশটি স্বাধীন হয়েছিল গণতন্ত্র ভোটাধিকার আইনের শ্বাসন এবং সকলের মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই দেশে আজ নাই মানুষের ভোটাধিকার। নেই আইনের শ্বাসন, নেই মানুষের কথা বলার স্বাধীনতা, নেই মানবিক মূল্যবোধ। বাংলাদেশ এখন চলছে অঘোষিত স্বৈরতান্ত্রিক সরকারের অধিনে যেখানে ভোট ছাড়াই সরকার গঠিত। যে দেশে প্রধান বিচারপতিকে রাতের অন্ধকারে দেশ থেকে পালাতে হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৩ এপ্রিল ২০১৮/এমজে/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা