আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‌বিমানবা‌হিনীর সা‌থে মার্শাল এ‌রো‌স্পে‌সের চু‌ক্তি বাস্তবায়ন শুরু শিগ‌গিরই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ১৩:২৬:১৫

মুন‌জের অাহমদ চৌধুরী, যুক্তরাজ্য :: বাংলা‌দেশ বিমান বা‌হিনীর সা‌থে ব্রি‌টে‌নের মার্শাল এ‌রো‌স্পে‌সের সহ‌যোগীত‌া চু‌ক্তির বাস্তবায়ন শিগ‌গির শুরু হ‌চ্ছে।

‌ব্রি‌টে‌নের র‌য়েল এয়‌ার‌ফোর্স বাংলা‌দেশ বিমান বা‌হিনীর কা‌ছে সি-১৩০জে ম‌ডে‌লের এয়‌ারক্রাফট বি‌ক্রি ক‌রেছে। এয়ারক্রাফ‌টির রক্ষনা‌বেক্ষ‌নে যুক্তরা‌জ্যের মার্শাল এরো‌স্পে‌সের সা‌থে গত ১০ ই মে দ্বি-পা‌ক্ষিক চু‌ক্তি সাক্ষ‌রিত হয়।

চল‌তি সপ্তা‌হে কেম‌ব্রিজ নিউ‌জকে এ ব্যাপা‌রে দেয়া সাক্ষাতকারে  মার্শাল এরো‌স্পে‌স এন্ড ডি‌ফেন্স গ্রু‌পের সিইও অালিষ্টার ম্যাক‌পি ব‌লে‌ছেন, অামরা বাংলা‌দেশ বিমান বা‌হিনীর সা‌থে চু‌ক্তি‌টি সম্পাদন ক‌রে‌ছি। মার্শাল এরো‌স্পে‌স সি-১৩০ এয়ারক্রাফ‌টের রক্ষনা‌বেক্ষ‌নে বি‌ভিন্ন অপারেটার‌দের দীর্ঘ‌দিন ধ‌রে পুর্নাঙ্গ ও সা‌র্বিক সহ‌যোগীতা দি‌য়ে অাস‌ছে। অামা‌দের উপর অাস্থা রাখায় অামরা বাংলা‌দেশ বিমান বা‌হিনী‌কে ধন্যবাদ জানা‌চ্ছি।

উ‌ল্লেখ্য, ঢাকায়  অবস্থিত  বাংলাদেশ বিমান বা‌হিনী সদর দফত‌রে  দুই দেশের সরকারি  প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন  হয়।

বাংলাদেশ  বিমান বাহিনীর একজন মুখ্যপাত্র জানান, সি-১৩০ বিমান বাংলাদেশ বিমান বাহিনিতে নতুন দিগন্ত উম্মোচন করবে। তাছাড়া সি-১৩০ এর B থেকে J এর অন্য মডেলগুলো নিয়েও অামরা পরিকল্পনা শুরু করেছি । তিনি আরো জানান, প্র‌তিষ্টান‌টি ১৯৬৬ সাল থেকে  বিমানে কা‌রিগরী সহ‌যোগীত‌া নিরাপত্তা প্রদান করে আসছে, যা আমাদের বিশ্বাসকে আরো শক্ত করেছে।

‌চুক্তি অনুযায়ী, মার্শাল সামগ্রিক  মেরামত, লজিস্টিক  সহয়তা একই সাথে ইঞ্জিনিয়ারিং  সার্ভিস ও প্রদান করবে।কোম্পানিটি মডিফিকেশন জন্য ডিজাইন, উন্নয়ন ও বজ্য  অপসারণ  ক্ষেত্রেও আলাদা সুবিধা দেবার ক্ষে‌ত্রেও আশ্বস্ত ক‌রে‌ছে তারা।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/এমএসি/এক


@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা