আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২২ ২০:৪৭:৪৪

সিলেটভিউ ডেস্ক :: ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২০ মে) নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী এ ইফতার আয়োজনে অংশ নেন।

ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, প্রতিষ্ঠাতা আহবায়ক জুনেদ আহমেদ চৌধুরী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী ও সহ সভাপতি কফিল আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব ও নির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক আব্দুল মনাফ কমিউনিটি এক্টিভিস্ট লোকমান হোসেন লুকু, শাহিদ আহমেদ, কবি রেহানুজ্জামান, সামাদ মিয়া জাকের, সঙ্গীত শিল্পী ন্যান্সি খান, খায়রুজ্জামান, আবদুল কাদের দিজু, আপ্তাব খান মোহন, ইসকন্দর আলী, নুরুজ্জামান লিপন, আবদুল লতিফ, মো. ইয়াহিয়া, আলম প্রমুখ।

মাহফিলে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি মরহুম জাকির খান, ক্যালিফোর্নিয়ায় বসবাসরত অবস্থায় মৃত্যুবরণকারী নজরুল ইসলাম, ব্রঙ্কসে বসবাসকারী মুহিত হায়দার খসরুর মাতা ও সোহেব আহমদের মাতা’র আত্মার মাগফেরাত এবং মো. আফতাব আহমদের আশু রোগমুক্তি কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/২২ মে ২০১৮/ডেস্ক/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা