আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মালয়েশিয়ায় সিন্ডিকেট বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৩ ১২:২৬:১৭

শাহাদাত হোসেন :: মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির সিন্ডিকেট বন্ধের দাবিতে কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের  মাধ্যমে  স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

মঙ্গলবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সাইদুল ইসলামের নিকট কমিউনিটির নেতৃবৃন্ধ  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রণালয়ের বরাবর‌ স্মারকলিপি প্রদান করেন ।

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হওয়া চলমান কলিং ভিসা জি টু জি প্লাস  শুরু থেকেই সিন্ডিকেটের হাতে জিম্মি  শ্রমবাজারটি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করে অভিবাসন ব্যয় কমিয়ে দীর্ঘমেয়াদী চালু রাখতে ৬টি  দাবি তুলে ধরেন তারা -
১. মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি ব্যয় কমানো।
২. শ্রমিক প্রতি ৫ হাজার রিঙ্গিত (১ লক্ষাধিক টাকা) অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা।
৩. শ্রমিক আনার ক্ষেত্রে সোর্স কান্ট্রি হিসেবে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ থেকেও শ্রমিক আনতে মালয়েশিয়ান আইন মেনে চলা।
৪. শুধুমাত্র ১০ টি লাইসেন্স নয় বাংলাদেশ সরকারের নিবন্ধিত ম্যানপাওয়ার লাইসেন্সধারী সকলকেই শ্রমিক রপ্তানির কাজ করার সুযোগ দেওয়া।
৫. বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে শ্রমিকবান্ধব নীতিমালা তৈরি করা
৬. বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম শ্রমিক রপ্তানির পথ খোলা রাখতে সকলকে একযোগে কাজ করা  সিন্ডিকেটক  আমিন গং ও ১০ কোম্পানির সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে এসপিপিএ কোম্পানির কথা বলে ভিসা প্রসেসিং খরচ বাবদ জনপ্রতি ১ লক্ষ ৮০ হাজার টাকা  যা বন্ধ হলে অল্প খরচে শ্রমিক রফতানি করা সম্ভব হবে ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০১৮/এসএইচ/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা