Sylhet View 24 PRINT

‘প্রবাসীদের বাবার চোখে জল’র প্রিমিয়ার শো

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৩ ২১:৫৩:২৬

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে :: প্রবাসে থাকা বাংলাদেশিদের চিত্র নিয়ে ফ্রান্সে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি ‘প্রবাসীদের বাবার চোখে জল’ এর  প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২০ মে) বিকেলে প্যারিসের লা শাপেল ফ্রঁসে আভেক রাব্বানী স্কুলে এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

পরিবারে সদস্যদের মুখে এক চিলতে হাঁসি ফুটানোর জন্য প্রবাসীদের যে আত্মত্যাগ ও প্রিয় সন্তানকে হাজারো মাইল দূরে বিদেশ বিভূঁইয়ে পাঠিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করানোর জন্য প্রবাসীর বাবার যে উৎকন্ঠা, সেই চিত্রই মূলত ফুটে উঠেছে  শর্ট ফিল্ম ‘প্রবাসীদের বাবার চোখে জল’-এ ।

ফ্রঁসে আভেক রাব্বানী স্কুলের পরিচালক কৌশিক রাব্বানী খানের প্রযোজনায় ও আহমেদ সুমনের পরিচালনায় নির্মিত এ শর্ট ফিল্মের প্রিমিয়ার শো তে উপস্থিত ছিলেন ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, সংগীত শিল্পী আরিফ রানা, কুমকুম রানা, মোসাদ্দেক হোসেনসহ ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।

কবি রবিশঙ্কর মৈত্রীর কণ্ঠে ও অরণ্য আমিরের গান নিয়ে প্যারিস ও ঢাকার বিভিন্নস্থানে এ ছায়াছবির চিত্র ধারণ করা হয়েছে।

পরিচালক আহমেদ সুমন জানান, এই ছবির মাধ্যমে বাবা ও সন্তানের মধ্যে  অন্তর্নিহিত ভালবাসা এবং প্রবাসের মায়াজালে আটকে থাকা প্রবাসীদের দুঃখগাঁথা জীবনকাহিনী ফুটে উঠেছে ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০১৮/এসো/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.