আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

যুক্তরাজ্যস্থ বরমচাল ডেভেলপম্যান্ট কাউন্সিল এর আত্মপ্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৫ ১৩:০৯:৪৬

কুলাউড়া প্রতিনিধি :: নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তদারকী এবং এর বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরেজ্যে বসবাসরত কুলাউড়া উপজেলার বরমচালবাসীর উদ্যোগে ‌‌'বরমচাল ডেভেলাপমেন্ট কাউন্সিল' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রবিবার (২৪ জুন) লন্ডনে অবস্থিত সোনারগাও রেস্টুরেন্টে যুক্তরাজ্যস্থ প্রবাসী বরমচালবাসীর উপস্থিতিতে নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও তা উত্তোরণের উপায় নিয়ে বিভিন্ন আলোচনা শেষে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

ব্যরিস্টার ফয়েজ উদ্দিন আহমদ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে গমনকে কেন্দ্র করে প্রবাসী কমিউনিটি নেতা এম. সিতাব চৌধুরীর সভাপতিত্বে এবং মো. তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফারুক আলী (সুন্দর উদ্দিন), খালেকুজ্জামান মামুন, আব্দুল আহাদ, ফয়সাল আহমদ, জয়নাল উদ্দিন, আব্দুল হান্নান, শাহ এমদাদ রুহিন, হায়াত শহীদ শিপন, আহবাব হোসেন খান, সিপন আলী শাহ, মঞ্জুরুল আলম খান প্রমুখ। যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়া উপজেলার বরমচালবাসীর সকলের মতামতের ভিত্তিতে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় বরমচাল ডেভেলাপমেনট কাউন্সিল নামে একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন গঠনের উদ্দেশ্যে একটি কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্ঠা হিসেবে আছেন এম. সিতাব চৌধুরী, ফারুক আলী (সুন্দর উদ্দিন), খালেকুজ্জামান মামুন, আবদুল আহাদ, গোলাব খান, ফুরুক চৌধুরী, জমসেদ খান মিট, বেলাল আলী, রুবি আহমদ, মিসেস সুফিয়া আহাদ, সজিবুর রহমান সজিব, ফয়সল আহমদ, জয়নাল উদ্দিন, শাহ এমদাদ রুহিন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন হায়াত শহীদ শিপন, সহকারী সমন্বয়কারী আছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, মো. তাজুল ইসলাম।

এছাড়াও সদস্য হিসেবে আছেন পারভেজ উদ্দিন আহমদ, মনিরুজ্জামান পারভেজ, শিপন আলী শাহ, মঞ্জুরুল আলম খান। সভা শেষে কুলাউড়া উপজেলার বরমচালের মরহুম শহীদ খান এর মাগফিরাতের জন্য হায়াত শহীদ শিপন একটি দোয়া পরিচালনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৮/এসএ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা