Sylhet View 24 PRINT

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অভিষেক ও ঈদ পুনর্মিলনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৫ ২১:৪২:২৯

শাকির আহমদ, কুলাউড়া প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে‘র অভিষেক ও ঈদ পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুন) ব্লু-মুন সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ তাজ ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ডাবলু এবং কোযাধ্যক্ষ আবু কাহের সুমনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট্স এর মেয়র জন বিগস।

অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক  আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের সভাপতি মুহাম্মদ তাজ ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার মিসেস নাদিয়া শাহ, টাওয়ার হ্যামলেট্স এর সাবেক স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মিসেস আয়েশা চৌধুরী , নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ , সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিসেস হেলেন আহমদ, কুলাউড়া ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন আহমদ কামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসার সাইফুল আলম চৌধুরী, সৈয়দ কামিল উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল মুহিত সুহেল, নারীনেত্রী সৈয়দা  নাজনিন সুলতানা শিখা, সাবেক ফুটবলার কমিউনিটি নেতা সম্মানিত সদস্য সামসুদ্দিন জামাল, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হুসেন, সিনিয়র সহ সভাপতি শাহ এমদাদ রুহিন, সদস্য এবাদুর রহমান এবাদ, আজাদুর রহমান আজাদ, সহ সভাপতি জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা  রুকিয়া লায়েছ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা হুসনেয়ারা আহমদ রুম্মি, ডা. হুসেন বখত চৌ পায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান পারভেজ, সমাজ সেবা সম্পাদক আব্দুল করিম উবায়েদ, তথ্য সম্পাদক  আতিকুল ইসলাম আতিক,  শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক  মাহফুজ কাওসার। এছাড়া উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন মারুফ, আমজাদ হোসাইন, ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার এস এ মামুন, আবু তাহের আহাদ, ফখরুদ্দিন ফখরু, সাংস্কিতিক সম্পাদক এনামুল ইসলাম ক্রীড়া সম্পাদক সৈয়দ হেলাল, রিকু আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, কামরান আহমেদ, সুরাইয়া আখতার টুকু, সফিনা বেগম, রাশেদা বেগম, রাসু আহমেদ, সায়েদা আহমেদ, ইয়াসমিন আহমেদ, তাহেরা আক্তার, মিসেস গোলাম কবির, বীথি ইসলাম,  রাসেল কবির, রবি মোস্তফা, ডাক্তার মাছুম আহমদ, মৌরি মোস্তফা,বিমী রফিক, মিতা আহমেদ, শেলী আহমদ, শাহিদা আক্তার আঁখি, সাজু আহমেদ, জাকির হোসাইন।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই।

তারা আরো বলেন, যারা অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী, পুরুষ ও শিশুদের আনন্দ উল্লাস ছিলো চোখে পরার মতো। ঈদের খুশী যেনো ক্ষনিকের জন্য এসেছিলো ব্ল-মুন সেন্টারে এমনটি বললেন উপস্থিত কুলাউড়া বাসী। এ উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় জনপ্রিয় শিল্পী শেফালী,  সামিউল, রাসেলসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কুলাউড়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টাকা উত্তোলন এবং  র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০১৮/এসএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.