Sylhet View 24 PRINT

ইতালিতে অবৈধ অনুপ্রবেশ, ২০ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-২৯ ১২:৩৪:০৩

ইতালিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। গত কয়েক দিনে দুই হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করতে গিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। তাদের বেশিরভাগই সাগরপথে দেশটিতে প্রবেশ করতে গিয়েছিলেন।

ভূমধ্যসাগরের বিশাল নৌপথ পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে বাংলাদেশিসহ অনেক মানুষের মূত্যুর খবর পাওয়া গেছে।

ইতালির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি সম্প্রতি সিরিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ মেইটিংয়ের সাথে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে বৈঠক করেছেন। পরে দুই নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমস্যা সমাধানে ঐকমত্য পোষণ করেন। তারা এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মাত্তেও সালভিনি আগেই ঘোষণা করেছেন ইতালিতে অবৈধ সাড়ে ছয় লক্ষ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাবেন। সেখানে প্রায় বিশ হাজার বাংলাদেশির ভাগ্যও জড়িত। এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বাংলাদেশিরা।

ইতোমধ্যে ইতালির সিসিলিতে প্রবেশের চেষ্টা করা লিবিয়া থেকে আগত  প্রায় দুই হাজার শরনার্থী বহনকারী  জাহাজকে ফেরত পাঠিয়েছে। তার মধ্যে ৬৩০ জন অবৈধ অভিবাসীকে পরে স্পেন সরকার গ্রহণ করলেও বাকি জাহাজগুলো লিবিয়াতে ফিরে যেতে বাধ্য হয়েছে।-ঢাকাটাইমস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.