Sylhet View 24 PRINT

বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল গঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১১ ১৪:৩৭:১৫

মোয়াজ্জেম সাজু, কানাডা থেকে :: বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কানাডার মন্ট্রিলে গঠন করা হয়েছে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন অব মন্ট্রিল। তাদের উদ্যোগে কানাডার মন্ট্রিলে বাংলা মেলা সম্পন্ন হয়েছে।

হাওয়াড পার্কে আনন্দ মেলায় সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। রবিবার  এসোসিয়েশনের অভিশেক অনুষ্টান উপলক্ষ্যে মন্ট্রিল হাওয়ার্ড পার্কে দিনব্যাপী বাংলা মেলার আয়োজন করে সংগঠনটি। জাতী সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে  অনুষ্টানের সূচনা করা হয়। এসময় নবগঠিত কালচারাল এসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্যেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন এসোসিয়েশনের নেত্রিবৃন্দ।

তাছাড়া স্থানীয় শিল্পীরা  নৃত্যানুষ্ঠান এবং বাংলাদেশের  জনপ্রিয় বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।

মেলা এবং সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করতে আসা বাংলাদেশি প্রবাসীরা জানালেন, কর্মব্যস্ততার মাঝে সময় কাটে। তাই এরকম অনুষ্টানের  আয়োজন করা হলে বাঙ্গালীয়ানাকে খুঁজে পাওয়া যায়। তাই এসব  অনুষ্টানে আরো বেশি করে আয়োজন করার অনুরোধ জানান তারা।

বাংলাদেশের মাইলস ব্যান্ডের শাফিন আহমেদর গান, শেষ বিকেলের আলো, জাতীয় সঙ্গীতের ২য় লাইন এবং চাঁদ তারা সুর্য নও তুমি এসব গানের মন মাতানো সুরে মেতে উঠেন সবাই।

মেলায় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ সমবেত হয়েছিলেন ।

সিলেটভিউ২৪ডটকম/১১ জুলাই ২০১৮/এমএস/এক


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.