আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কে আফজালুর রহমান সরকারের বিদায় সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২১ ১৯:১৩:২৫

প্রবাস জীবন ছেড়ে যাওয়া ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি মো. আফজালুর রহমান সরকার (চেয়ারম্যান)কে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রঙ্কস ইউনিট। গত ২০ জুলাই শুক্রবার নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে আগামী ২৫ জুলাই মো: আফজালুর রহমান সরকারের দেশে ফিরে যাবার কথা রয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রঙ্কস ইউনিট কমান্ডার আবুল মনসুরের পরিচালনায় এবং ব্রঙ্কস ইউনিটের ডেপুটি কমান্ডার মো. মঞ্জু চোকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ডাইভার্সিটি হোমস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ইমরান রন শাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, সিনিয়ার সহ সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, প্রবাসী মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, মনির হোসেন, মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ’র উপদেষ্টা মিয়া মো. দাউদ, বৃহত্তর কুমিল্লা সোসাইটি’র সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া, খায়ের আখন্দ, সারোয়ার আলী, বুরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এসএএম টিভির সিইও গোলাম মোস্তফা সংগ্রামসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

পরে মো. আফজালুর রহমান সরকারকে প্রধান অতিথি ইমরান রন শাহ বিশেষ গিফট এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন ক্রেস্ট প্রদান করে।

আফজালুর রহমান সরকার তার আবেগ আপ্লুত বক্তব্যে বলেন, এমন সম্মাননা জানানোর অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়। বক্তারা তার সুস্থ-সুন্দর জীবন কামনা করেন।

অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আয়োজকরা।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা