আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ফ্রান্সে এমসি কলেজের ১২৫ বছরপূর্তি উৎসব ও পূণর্মিলনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০২ ১২:২৮:৪৭

আবু তাহির, ফ্রান্স থেকে :: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ সিলেটের ১২৫ বছরপূর্তি উৎসব ও পূণর্মিলনী’ উদযাপন এবং 'শিকড়ের টানে' সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচিত হয়েছে।

‌'এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, ফ্রান্স' এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলী আশরাফ মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় এবং সাংবাদিক আবু তাহিরের সার্বিক সহযোগীতায় পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য এম.সি কলেজের সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির কনভেনর ও জিপি কেয়ার সার্ভিস লি. ইউ.কে এর ডাইরেক্টর ডা. মোশাররাফ হুসেইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের  কমিউনিটি নেতা টি.এম.রেজা, যুক্তরাজ্য এম.সি কলেজের সাবেক শিক্ষার্থীদের ১২৫ বছরপূর্তি নির্বাহী কমিটির দুই যুগ্ম আহ্বায়ক সলিসিটর এম.আব্দুল হামিদ টিপু ও মনসুর আহমদ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন ওয়াহিদ বার তাহের, এনায়েত হোসেন সোহেল, হেনু মিয়া, তৌফিকা  সাহেদ ,আব্দুল মান্নান আজাদ, অজয় দাস , আজহারুল ফয়সল, মনির আহমদ।

'শিকড়ের টানে' সাহিত্য স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্ধ ও সাবেক সকল শিক্ষার্থীবৃন্ধ।

পরে সাংবাদিক আবু তাহির অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং প্রধান অতিথি সাবেক সকল শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইংল্যান্ড থেকে আগত প্রধান অতিথি ডা. মোশাররাফ হুসেইন, বিশেষ অতিথি এম.আব্দুল হামিদ টিপু ও মনসুর আহমদ খানকে ক্রেস্ট প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন সভাপতি মো. আলী আশরাফ মাসুম ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল হামিদ।

আলোচনা পর্বে, ‌এম.সি ইউনিভার্সিটি কলেজ এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ফ্রান্স এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন আশরাফ হোসেন মাসুদ, জাকির হোসেন সুয়েব, জিয়াউর রহমান, মো. সালাহ উদ্দিন, সাইদুর রহমান সাইদ, রাজু এইচ আহমদ, মাহবুব আহমদ, সুমা দাস, শামসুল ইসলাম, আকরাম খান ও আফসার উদ্দিন আহমদ।

বক্তারা এ অনুষ্ঠান ও ‌'শিকড়ের টানে' সাহিত্য স্মারকের ভূয়সী প্রশংসা করে বলেন, ফ্রান্সে এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান প্রথম উপহার দিলো এম.সি কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

ফ্রান্সে বাঙালী কমিউনিটির মধ্যে 'শিকড়ের টানে' সাহিত্য স্মারকের মতো এত বৃহৎ কলেবরে ও দেশবরেণ্য বহু গুণী লেখকদের সমন্বয়ে ম্যাগাজিন এটাই প্রথম।

সিলেটভিউ২৪ডটকম/২ আগস্ট ২০১৮/এটি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা