আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ছড়া শিল্পী লোকমান আহম্মদ আপন প্যারিসে সংবর্ধিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৫ ১১:০৮:৫০

বাংলাদেশের বিশিষ্ট লেখক, ছড়াকার ও সাংবাদিক লোকমান আহম্মদ আপনকে ফ্রান্সের প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রীধরা - নবাং ওয়েলফেয়ার এসোসিয়েশন, ফ্রান্স এই সংবর্ধনার আয়োজন করে। ১২ আগস্ট রবিবার প্যারিসের গার্দো নদের শুকরিয়া তান্দুরি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি পারভেজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীজাবার সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি আহমদ খালেদ মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন প্যারিস - বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল ও সংগীত শিল্পী দীপক দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন, মোয়াজ্জেম হোসেন কামাল, হাসান আহমদ, জাকারিয়া আহমদ, আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- শ্রীধরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট এই লেখক সাংবাদিককে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। শ্রীধরা গ্রাম, বিয়ানীবাজার উপজেলা তথা পুরো সিলেটবাসী লোকমান আহম্মদ আপনের কর্মে গর্বিত। তাঁর  লেখা পাঠকপ্রিয় বইগুলো আমাদের গৌরবান্বিত করে।আমরা এবং আমাদের সংস্থা এরকম একজন কৃতি ব্যাক্তিত্বকে কাছে পেয়ে ধন্য। আমরা উনার সার্বিক সাফল্য ও সুসাস্থ্য কামনা করছি।
 
সংবর্ধিত অতিথির বক্তব্যে লোকমান আহম্মদ আপন বলেন- আমি আজ ধন্য, অভিভূত, মুগ্ধ ও কৃতজ্ঞ। নিজের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরেও যে আমার এলাকার মানুষ আমাকে মনে রেখেছে, আমাকে ভালোবাসে তার প্রমাণ এই আয়োজন।আমি আপনাদের সবার প্রনিনিধি। প্রবাসের শত ব্যস্তাতার মাঝেও এমন একটি আয়োজন করে সম্মান দেখিয়ে আপনারা আমাকে ঋণী  করেছেন।

সংবর্ধনা সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়উল হক, আব্দুর রহমান, মোমেন আহমদ, জাকারিয়া আহমদ, আজহারুল ইসলাম, হোসেন আহমদ, ইবাদ আলী, কামরুল হাসান দিপু, আবু, রুমন আহমদ, আব্দুল কাইয়ূম, ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ আগস্ট ২০১৮/ প্রেবি/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা