Sylhet View 24 PRINT

ফিনল্যান্ড বিএনপির ঈদ পুনর্মিলনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২৬ ১০:৪৮:৩৩

ইমরান খান, হেলসিংকি থেকে :: অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা আয়োজন করেছে ঈদ পুনর্মিলনীর।

এসপোতে অনুষ্ঠিত ঈদুল আজহার চতুর্থ দিন শনিবার এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এতে আরো ছিল ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির ভাষনে ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকার ৫ জানুয়ারি মার্কা আরেকটি একতরফা প্রহসনের নির্বাচন করার নীল নকশা করছে। কিন্তু খালেদা জিয়াকে ছাড়া কোন পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মবিন মোহাম্মদ বলেন, চলমান রাজনৈতিক সংকটের সুরাহা করতে হলে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

দলের অপর নেতা এজাজুল হক রুবেল বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। এই যাত্রা সরকারের শেষ যাত্রা, তারা আর ফিরে আসতে পারবে না।

ফিনল্যান্ড বিএনপি নেতা মোকলেসুর রহমান চপল বলেন বাংলাদেশের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সৈরাচার সরকার জেলে রেখে এবার ঈদের আনন্দ উপভোগ করার অধিকার কেড়ে নিয়েছে। আইন আদালত ও শান্তিপূর্ণ কোনো কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। রাজপথ ছাড়া জনগণের গণতন্ত্রের দাবি কোনোভাবে আদায় হবেনা।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির নেতা সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, মোস্তাক সরকার, আবুল কালাম আজাদ, শাহিন মোহাম্মদ, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু প্রমুখ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.