আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

খালেদা জিয়াকে মুক্ত করতে ইউরোপিয়ান নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-৩১ ১৪:৩১:৪৫

স্পেন প্রতিনিধি :: অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে ইউরোপীয়ান হস্তক্ষেপ কামনায় মানববন্ধন, স্বারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদীদল (বিএনপি) স্পেন শাখা।

বৃস্পতিবার গুম দিবস উপলক্ষে গুম হওয়া নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল- সকাল এগারোটার সময় স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয় এ স্বারকলিপি প্রদান এর মাধ্যমে অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়। বিকেল সাত টায় মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সহ সভাপতি আবুল খায়ের।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাহবুব রহমান জন্টু, মোখলেসুর রহমান দিদার, মুর্শেদ আলম তাহের, মিল্টন ভূঁইয়া কচি, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, হেমায়েত খান, আবু জাফর রাসেল, স্পেন যুবদল এর সভাপতি রমিজ উদ্দিন সরকার, আকবর সেট,  এস এম আসলাম, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগান, জয়নাল আবেদীন রানা, আবু বক্কর নয়ন, এমদাদ হোসেন, রুবেল সামাদ, মোঃ সুমন শহীদ উল্লাহ, জাকির চৌধুরী, আমিন চৌধুরী, মিলন আহমেদ, আরজু মিয়া লিটন, আবুল হোসেন প্রমুখ।

উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট পিচ, নো জাস্টিস-নো পিচ, হুয়াট উই ওয়ান্ট-রিলিজ খালেজা জিয়া, হুয়াট উই ডিমান্ড-রিয়েল ডেমক্র্যাসি ইত্যাদি স্লোগান উঠে এ বিক্ষোভ থেকে। স্লোগানে নেতৃত্ব দেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া, মাহবুব রহমান জন্টু, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান দিদার, আবু জাফর রাসেল, স্পেন যুবদল এর সভাপতি রমিজ উদ্দিন সরকার, শাওন আহমেদ ,হুমায়ুন কবির রিগান। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার দাবি এবং 'দৈনিক আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা জানানো হয়।
সভায় বক্তারা, গুম হওয়া সকল নেতাকর্মীদের দ্রুত  ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সিলেটভিউ২৪ডটকম/৩১ আগস্ট ২০১৮/কেএএম/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা