Sylhet View 24 PRINT

স্পেনে বিজয় দিবস কাপ ক্রিকেটে ফাইনালে বিয়্যা ভের্দে বাখো সিলেট ক্লাব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৪ ১০:৪৬:৩৫

স্পেনের রাজধানী মাদ্রিদে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমি ফাইনাল খেলা বুধবার মাদ্রিদের উপকণ্ঠ খেতাফে মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বিয়্যা ভের্দে বাখো (সিলেট) ক্লাব একাদশ বনাম শাহজালাল স্পোটিং ক্লাব একাদশ।

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় বিয়্যা ভের্দে বাখো (সিলেট) ক্লাবের অলরাউন্ডার নজরুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিয়্যা ভের্দে বাখো (সিলেট) ক্লাব একাদশ ১ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আসলাম বকসী পারেস। মাস ব্যাপি এই টুর্নামেন্টে ৮ টি টীম অংশগ্রহন করে। আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুটাস স্পোটিং ক্লাব ও নবাগত বিয়্যা ভের্দে বাখো (সিলেট) ক্লাব একাদশের।

খেলায় উপস্থিত হয়ে উপভোগ করেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক ক্রীরা সম্পাদক তামিম ইকবাল তামিম, গীতিকার নাজমুল, ফ্রান্স যুদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ, মোশাররফ হোসাইন, মিন্টু আহমদ, পাবেল বকসী প্রমুখ।

আয়োজকরা জানান, এধরনের আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে পারলে দেশের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে এবং স্পেনের মূল ধারার ক্রিকেটে খেলার সুযোগ বাড়বে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.