আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

স্পেনে বাংলাদেশ ‘উন্নয়ন মেলা’ ১৬ অক্টোবর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৩ ১৬:০৯:৪৮

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম তুলে ধরার অভিপ্রায়ে ‘উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এ মেলার আয়োজন হচ্ছে বলে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
মেলা চলবে স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে গত ৪-৬ অক্টোবর তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ছাড়াও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও এ মেলার আয়োজন করা হয়। কিন্তু স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্ধারিত দিনে মেলার আয়োজন করা হয়নি।

এ প্রসঙ্গে স্পেনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও মিনিষ্টার এম হারুণ আল রাশিদ বলেন, ভালো করে এ মেলা করার জন্যই আমরা একটু সময় নিয়েছি। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা আশা করছি সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এ মেলা প্রাণবন্ত হয়ে উঠবে।

সাম্পপ্রতিক বছরগুলোতে বিভিন্নখাতে অর্জিত সরকারের সাফল্য, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন বিষয়ক কয়েকটি প্রামাণ্যচিত্র উন্নয়ন মেলায় প্রদর্শন করা হবে বলে জানান দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

দূতালয় প্রাঙ্গনে আয়োজিত এ উন্নয়ন মেলা উদ্বোধন করবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।



সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৮/কেএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা