Sylhet View 24 PRINT

মাদ্রিদে দুর্গোৎসব ও শারদ মেলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ০০:১৯:৫৯

আগামী ১৫-১৯ অক্টোবর স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব ও শারদ মেলা ২০১৮। সম্প্রীতির এ অতিহ্য বাংলাদেশে যেমন ছিল প্রবাসেও তার ব্যত্যয় ঘটবেনা।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে আগামী ১৫ অক্টোবর শুরু হয়ে ১৯ অক্টোবর শেষ হবে।
স্পেনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সংগঠন মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও মাদ্রিদ শারদীয় পূজা উৎযাপন কমিটির আমন্ত্রনে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও দূতাবাসের সকল কর্মকর্তা, বাংলাদেশ এসোসিয়েশন, স্পেন আওয়ামী লীগ, বিএনপি'র সদস্যরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশি ছাড়া ভারত ও নেপালের হিন্দু সম্প্রদায়ের অনেক প্রবাসী এতে অংশনিবেন বলে জানান আয়োজকরা।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.