Sylhet View 24 PRINT

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ সমাবেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২৯ ১৩:২৮:০৮

অস্ট্রেলিয়া প্রতিনিধি :: অস্ট্রেলিয়ায় এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এক আলোচনা সভা ২৮ অক্টোবর রবিবার সিডনিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিনের শুরুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিণী তাহসিনা রুশদি লুনা এবং ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. মইনুল হক এর পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া আহ্বায়ক মো. জুমান হোসেন।

ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া আহ্বায়ক এবং অস্ট্রেলিয়া বিএনপি’র সহ প্রচার সম্পাদক ও অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুমান হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি অস্ট্রেলিয়ার সংগ্রামী সভাপতি মো:মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আহম্মেদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, যুবদলের সাবেক সভাপতি জুয়েল ইকবাল, বিএনপি অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ কামরুল হাসান আজাদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোহাইমেন খান মিশু, নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক মোহাম্মদ জুমান হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মোঃপারভেজ আলম।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া দলের সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করান ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন চলছে সরকারী প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে সরকার বিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত ও বিশ্বাসে মানুষদের ক্ষত-বিক্ষত করছে। সিলেটের সাধারণ মানুষের প্রাণের স্পন্দন বাকশাল বিরোধী আন্দোলনের সমর নায়ক এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

সিলেটভিউ/২৯অক্টোবর২০১৮/জেএইচ/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.