Sylhet View 24 PRINT

স্পেন বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৮ ১০:৫১:৩৩

কবির আল মাহমুদ, স্পেন :: ৭ নভেম্বর তারিখটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি স্পেন শাখা। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৭ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাতে লাভাপিয়েস সড়কের ধানসিঁড়ি রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি ও সিনিয়র যুগ্ম  সম্পাদক সোহেল ভূঁইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য  নিয়ে আলোচনায় বিএনপি‘র স্পেন শাখার নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমানকে ভালোবেসে বাংলাদেশের আপামর জনতা ও  অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ঐদিন মুক্ত করেন। ঐদিন থেকেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশে আবারো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পাঁয়তারা চালাচ্ছে। তারা জোর করে আবারো ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরীতে ব্যস্ত। কিন্তু এবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে বলে বক্তারা হুশিয়ারি করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জামাল উদ্দিন মনির, বিএনপি স্পেন শাখার সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক মনু, মাহবুবুর রহমান ঝন্টু, সোহেল আহমদ সামছু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দিদার ও আবু জাফর রাসেল। এছাড়াও বক্তব্য  দেন স্পেন যুবদল সভাপতি রমিজ উদ্দিন সরকার, হুমায়ুন কবির রিগ্যান, জাকিরুল ইসলাম জাকি, শাওন আহমেদ প্রমূখ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.