Sylhet View 24 PRINT

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আরও ২ বাংলাদেশি পরিবার নিখোঁজের আশঙ্কা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৬ ২০:২১:০০

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় আরও দুটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নাদিম কাদির। শুক্রবার (১৬ জুন) দুপুরে নাদিম কাদের এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আরও দুটি বাংলাদেশি পরিবারের নিখোঁজ হওয়ার কথা শুনতে পাচ্ছি। কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং এ ব্যাপারে সব ধরনের খোঁজখবর রাখছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি, অগ্নিকাণ্ড ভয়াবহ ছিল। তাই আমাদের ধারণা, অনেকের লাশই হয়ত পুড়ে ছাই হয়ে গেছে। মৃতদেহ পাওয়ার সম্ভাবনাও নেই। তারপরও যে সব মৃতদেহ পাওয়া যাবে ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা যাবে না।’

নাদিম কাদির বলেন, মৌলভীবাজারের পরিবারটির একমাত্র জীবিত ছেলে আব্দুল হাকিমের সঙ্গে আজকে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে হাজার খানেক লোকের আবাস গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হন। লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় বাংলা ট্রিবিউনকে জানান, ‘লন্ডনে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটি থেকে জীবিত আর কাউকে উদ্ধারের আশা নেই।’

-বাংলা ট্রিবিউন\'র সৌজন্যে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.