Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্রে আন্ত:স্টেট যুবলীগের মহাসমাবেশ, নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৬ ০১:২৩:০২

সিলেটভিউ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে একটি পোস্টার। বড় হরফে লেখা আছে মহাসমাবেশ। ‘যুক্তরাষ্ট্র আন্ত:স্টেট যুবলীগের মহাসমাবেশ ২০১৭’। দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে মহাসমাবেশে দলে দলে যোগদানের।

পোস্টারে নিচে আয়োজক হিসেবে মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার পাঁচ যুগ্ম আহ্বায়ক।

আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পোস্টারটির দিকে একনজর তাকালেই প্রথম যে প্রশ্ন জাগে সেটি হচ্ছে সাত যুগ্ম আহ্বায়ক মহাসমাবেশ সফলের আহ্বান জানালেও সেখানে অনুপস্থিত আহ্বায়ক।

এনিয়ে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পোস্টার ও মহাসমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক হচ্ছেন তারিকুল হায়দার চৌধুরী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র থেকে অনুমোদিত কমিটির আহ্বায়ক তিনি।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে নিজের সম্পৃক্ততার বিষয়টি জানতে চাইলে তারিকুল হায়দার চৌধুরী মহাসমাবেশ সফলে নেতাকর্মীদের আহ্বান জ্ঞাপনকারী সাত যুগ্ম আহ্বায়ককে দলের কেউ নয় বলে দাবি করেন তিনি।

তারিকুল হায়দার বলেন- যারা মহাসমাবেশ আহ্বান করেছে তাদের সাথে যুবলীগের কোন সম্পৃক্ততা নেই। কেন্দ্র থেকে অনুমোদিত কমিটিরও কেউ নয় তারা। যুবলীগ তথা মুজিব আদর্শের যুব সৈনিকদের বিভ্রান্ত করতেই কতিপয় ব্যক্তি এই সমাবেশ আহ্বান করেছে। বিএনপি ও জামায়াতের লোকদের নিয়ে তারা যুবলীগের ভাবমূর্তি নষ্ট করতে এই সমাবেশ ডেকেছে।

যুবলীগ নেতাকর্মীদের মহাসমাবেশ ডাকার নামে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ ১৬ জুলাই ২০১৭/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.