Sylhet View 24 PRINT

মালয়েশিয়ায় হাইকমিশনারের ওপেন হাউজ ডে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-০৪ ১০:৫৫:১৫

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে :: মালয়েশিয়ায় হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের বাসভবনে প্রবাসীদের নিয়ে ঈদুল আজহার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ওপেন হাউজডে চলে রাত ৯টা  পর্যন্ত।

এতে রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও প্রবাসীরা জড়ো হন।  আগত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সবার খোঁজ খবর নেন হাইকমিশনার ও তার সহধর্মিনী শাহনাজ ইসলাম। প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা হাইকমিশনারের সঙ্গে ভাগাভাগি করেন।

ওপেন হাউজডেতে কোরবানির মাংস, মোরগ রোস্ট, বিরিয়ানি, সেমাই, ফিরনি, হালুয়াসহ বিভিন্ন বাঙালি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ণ করান হাইকমিশনার।

হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন,  ঈদের আনন্দ ভাগ করতে মূলত এ আয়োজন। প্রবাসী সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আপনাদের উপস্থিতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রবাসীদের নিয়েই আমার কাজ। দূতাবাস সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়।

ওপেন হাউজডেতে উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং এয়ার কমডোর হুমায়ূন কবির, মিনিষ্টার পলিটিক্যাল মো. রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব শ্রম মো: ফরিদ আহমদ, পার্সপোর্ট ও ভিসা শাখার প্রধান সচিব মো মশিউর রহমান তালুকদার,

এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন কমিউনিটি সংগঠন ও দূতাবাসের সকল শ্রেণির কর্মকর্তাসহ আড়াই শতাধিক প্রবাসী ওপেন হাউজডেতে উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.