Sylhet View 24 PRINT

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবীতে মাদ্রিদে 'ভয়েস ফর বাংলাদেশ'র সভা অনুষ্টিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ১১:২৬:৩৯

সিলেটভিউ ডেস্ক :: মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের দাবিতে স্পেনের মাদ্রিদে  প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে । (আজ ১৩ সেপ্টেম্বর বুধবার ) বাঙালী অধ্যুষিত বাংলা সেন্টারে ভয়েস ফর বাংলাদেশ স্পেনের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ভয়েস ফর বাংলাদেশ স্পেনের সভাপতি সাংবাদিক সেলিম আলম এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনর  সভাপতি জামাল উদ্দিন মনির । অনুষ্টানে   আরাকান ও রোহিঙ্গাদের ইতিহাস তুলে ধরেন বক্তব্য দেন  বাংলাদেশ এসোসিয়েশনর সাবেক সাধারণ সম্পাদক ও কবি মিনহাজুল আলম মামুন।
 
সভায় বক্তারা  বলেন, ১২০০ বছর থেকে বসবাসকারী রহিঙ্গা মুসলিমদের মিয়ানমার সরকার সে দেশের পুলিশ, সেনাবাহিনী ও উগ্রবৌদ্ধদের দ্বারা মুসলিম, হিন্দু নর-নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করাসহ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। নরীদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে এবং তাদের গণ্যহত্যা থেকে দুধের শিশু পর্যন্ত রক্ষা পাচ্ছে না। বর্তমান সময় নাফ নদীতে হাজার হাজার লাশের মিছিল বইছে।

বক্তারা  আরও বলেন, আমরা প্রবাসে হাজার হাজার বাংলাদেশি মানবাধিকার ও ধর্ম নিরপেক্ষতা নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে বেঁচে আছি এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রোহিঙ্গাদের দুর্দিনে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও মানবাধিকার দেশ হিসেবে বিশ্বের কাছে প্রমাণ করতে পারবে।

তরুন সংগঠক হুমায়ূন কবির রিগ্যান ও আবু জাফর রাসেল এর  যৌথ পরিচালনায়  আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা  এসব কথা বলেন।প্রতিবাদ সভায় উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনর সহ সভাপতি জাকির হোসাইন , রাজনীতিবিদ রিয়াজ উদ্দিন লুৎফুর ,ফ্রান্স প্রবাসী জালাল খান ,দক্ষিন সুরমা ওয়েল ফেয়ার সমিতির সভাপতি খালিকুজ্জাম কামাল,সোহেল আহমেদ সামসু ,সাংবাদিক কবির আল মাহমুদ ,সিপার আহমেদ ,ফজির আলী নাদিম ,রায়হান আহমেদ ,তুফায়েল আহমেদ ,ফয়জুর রহমান ,নজরুল ইসলাম ,খিজির আহমেদ ,আবুল হাসান ,আসাদ খান ,জামাল তরফদার ,সালমান হাসান সর্দার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন মনির বলেন , অং সান সু চি’র বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গারা আমাদের ভাই-বোন। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুম। তাদের সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব।তিনি জাতিসংঘ এবং ওআইসিকে মিয়ানমারের জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখার আহবান জানান।

কবির আল মাহমুদ, (রিয়াল মাদ্রিদ, স্পেন)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.