Sylhet View 24 PRINT

জকিগঞ্জ সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সসহ ডিগ্রি কোর্স: লন্ডনে প্রধানমন্ত্রী।

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-০৬ ২৩:১৮:১০

জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রি চালুর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন। সরকারি করনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আশ্বাস দিয়েছিলেন শিক্ষমন্ত্রী নরুল ইসলাম নাহিদ কিন্তু কোন কাজ হয় নি। এমতা অবস্থায় এক খুশির খবর নিয়ে আসলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, বর্তমান যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জকিগঞ্জের সন্তান তামিম আহমদ অমি।

তামিম আহমদ অমি সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের কনিষ্ঠ পুত্র।

তিনি জানান, বৃহস্পতিবার লন্ডনে সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন যুক্তরাজ্য ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তিনি জকিগঞ্জ সরকারি কলেজের ব্যপারে প্রধানমন্ত্রীকে বলেন- বিভিন্ন সময় ছাত্র-ছাত্রী এলাকাবাসির বিভিন্ন আন্দোলন করে আসছেন। কিন্তু তবুও এই কলেজে অনার্স কোর্স চালু হচ্ছে না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নোট করে নেন এবং এই কলেজে অনার্সসহ ডিগ্রী কোর্স চালুর আশ্বাস দেন।

উল্লেখ্য, ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জকিগঞ্জের একমাত্র সরকারি কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা ৭ শতাধিক। অবহেলিত এ জনপদের শিক্ষার্থীরা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। একই সাথে প্রতিষ্ঠিত হওয়া কানাইঘাট কলেজ এবং বিয়ানীবাজার সরকারী কলেজে বর্তমানে অর্নাস এবং ডিগ্রি কোর্স চালু আছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.