Sylhet View 24 PRINT

ফিনল্যান্ড বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি গ্রেপ্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-০৭ ২২:১১:৩৯

দলীয় কোন্দলের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংঘর্ষে গুরুতর আহত সামচুল এবং মোকলেসুর রহমান চপলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে হেলসিংকির কনতুলা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে দলীয় কোন্দলের জের ধরে জামান সরকারের গ্রুপের লোকজনের ওপর  সভাপতি কামরুল হাসান জনির লোকজন অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেপ্তার অন্যরা হলেন- জুলফিকার আশরাফ সাগর, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ ও জাকির হোসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জানান, জুমার নামাজ শেষে আমি এবং সভাপতি রমজান আলীসহ অনেকই মসজিদ থেকে বের হওয়ার সময় হঠাৎ করেই বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবারের ঘটনার পর ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ভীতি বিরাজ করছে। কেউ কেউ ঘটনার পর বাংলাদেশিদের করা ওই মসজিদ থাকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।-ঢাকাটাইমস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.