Sylhet View 24 PRINT

জাতীয় পার্টি সরকার পরিচালনায় প্রস্তুত: হুইপ সেলিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৭ ২১:৫৯:৫৯

লন্ডন সংবাদদাতা :: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি বলেছেন, দুইটি দল দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজিতে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। রোহিঙ্গা সংকট, খাদ্য সংকট, প্রশাসনিক দূর্বলতা, আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি, বিচার বিভাগসহ সর্বক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। দেশের মানুষ বিকল্প চিন্তা করছে তাই জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সারা বিশ্বে বাংলাদেশীদের কাছে জাতীয় পার্টির শাসনামলের উন্নয়নের স্বর্ণ যুগের ইতিহাসের কথা তুলে ধরতে হবে। 

বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি আরো বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি বিরোধীদল থেকে সরকার পরিচালনায় প্রস্তুত। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় যুব সংহতিকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

গতকাল লন্ডন মহানগর জাতীয় যুব সংহতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লন্ডন মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি নুর নাবিলের সভাপতিত্বে ও আলকাছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামছুল হক, কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান আতা, ব্যারিস্টার আবু মুর্শেদ, যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান পাবেল, যুগ্ম-সম্পাদক রেজাউল হায়দার রাজু, কেন্দ্রীয় যুব সংহতির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য যুব সংহতির আহবায়ক মনসুর আলম, কেন্দ্রীয় যুব সংহতির সমবায় সম্পাদক ও যুক্তরাজ্য যুব সংহতির সদস্য সচিব জবলু উদ্দিন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য  ও লুটন যুব সংহতির সভাপতি গুলজার আহমদ।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন রুহুল আমিন, লুটন যুব সংহতির সাধারন সম্পাদক কামরুল হাসান টিটু, লন্ডন মহানগর যুব সংহতির সহ-সভাপতি রুহুল আমিন খান, হাজী তুফায়েল আহমদ, যুক্তরাজ্য মহিলা পার্টির সভানেত্রী সাজনা রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৭/আহাতা/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.