Sylhet View 24 PRINT

কল্লোল ফাউন্ডেশনের অনুষ্ঠান মাতালেন এন্ড্রু কিশোর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-২৬ ১৯:৩১:০৩

সিলেটভিউ ডেস্ক :: দিনভর ছিলো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই বর্ণিল চাঁদোয়ার নিচে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, ক্লোজ আপ ওয়ান তারকা রন্টি দাস, নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ স্থানীয় সংগীত শিল্পীরা মোহিত করেন শ্রোতা-দর্শকদের।

এ দৃশ্য দেখা যায় নাটোরের কল্লোল ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। শনিবার বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক সন্ধ্যায় জড়ো হন স্থানীয় হাজারো মানুষ।

এ সময় শিল্পীদের সুরেলা কণ্ঠে বিমোহিত হতে দেখা গেছে হাজারও দর্শককে। শিল্পীদের সাথে তালে তাল মিলিয়ে গেয়েছেন দর্শকরাও। দর্শকদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ উৎসবের এলাকায় পরিণত হয়।

সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যাতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও দৈনিক জাগরণ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোক্তাদিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন প্রমুখ।

এ সময় মিডিয়া পার্টনার বিবার্তা২৪ডটনেট এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসি ও দৈনিক জাগরণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এফ এম শাহিনও উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.