Sylhet View 24 PRINT

প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-০১ ০১:০১:০৬

এবারের এইচএসসি পরীক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাই আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

আজ বিকেলে (৩১ মার্চ) মাদারীপুরের শিবচরে ভদ্রাসনের জিসি একাডেমির শতবর্ষ পূর্তি উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে ২টি গানও পরিবেশন করেন। ‘দে দে পাল তুলে দে’ গান গেয়ে তিনি সবাইকে মাতিয়ে তুলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মুন্সী, প্রধান শিক্ষক আবুল হোসেন মিয়া প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যেই কয়েকজন প্রশ্নফাঁসকারীকে আটক করা হয়েছে। ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলেই ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

‘সারাদেশে ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজের টেন্ডার হয়ে গেছে। দেশের যে ২৩ জেলায় পলিটেকনিক কলেজ নেই, সেগুলোরও বিপি সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় ১টি করে ট্রেডের ওপর কারিগরি শিক্ষা চালু করা হবে।’

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.