Sylhet View 24 PRINT

সাংবাদিকতা বিভাগের ২০০০-০১ সেশনের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৫ ২০:১৫:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০০-০১ সেশনের শিক্ষার্থীদের ইফতার মাহফিল শুক্রবার বিবার্তা২৪ডটনেটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


ইফতার উপলক্ষে দুপুরের পর থেকে বিবার্তার কার্যালয়ে ২০০০-০১ সেশনের শিক্ষার্থীরা আসতে থাকেন। আনন্দ মুখর পরিবেশে তারা ক্যাম্পাস জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি রোমন্থন করেন।

ইফতার-পূর্ব প্রার্থনায় সাংবাদিকতা বিভাগসহ বাংলাদেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত থাকতে পেরে নিজের প্রতিক্রিয়ায় প্রতাপ শেখর মোহন্ত বলেন, “আজকের ইফতার মাহফিল যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।বন্ধুদের কাছে পেয়ে মনে হলো যেন সেই ছাত্রজীবনেই ফিরে গেলাম।”

মো. খালেদ রানা বলেন, “শত ব্যস্ততা সত্ত্বেও বন্ধুরা যেভাবে একসাথে হয়েছে সেটা অনুপ্রেরণামূলক। আমরা সামনের দিনগুলোতে বন্ধুত্বের এই বন্ধনকে আরো শক্তিশালী করতে চাই।”

সাইদা যোহরা শাম্মী বলেন, “কর্মব্যস্ত এই জীবনে বন্ধুদের সান্নিধ্য যেন নতুনভাবে বেঁচে থাকার জ্বালানী।”

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বিবার্তার চিফ রিপোর্টার মৌসুমী ইসলাম, বিবার্তার সিনিয়র সাব-এডিটর জাকিয়া সুলতানা, আইএফআইসি ব্যাংকের অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রতাপ শেখর মোহন্ত, খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক দৈনিক কলের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ, দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাব-এডিটর মো. আফজাল হোসেন, সাংবাদিক সাজিয়া আফরিন লিমা, সম্পাদনা সংস্থা মধুপোকের সম্পাদক একেএম আতিকুজ্জামান, ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার ওয়াসিম উদ্দিন ভূঁইয়া, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউর রহমান, আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. খালেদ রানা, চ্যানেল নাইনের জয়েন্ট নিউজ এডিটর ও সংবাদ উপস্থাপিকা সাইদা যোহরা শাম্মী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.