আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

রবিবার থেকে কুবিতে শারদীয় দুর্গোৎসবের ছুটি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৪ ১২:১০:৪০

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সপ্তাহব্যাপী ছুটি শুরু হচ্ছে রবিবার (১৪ অক্টোবর)।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর শুরু হয়ে আনুষ্ঠানিকভাবে অবকাশ চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ১৯ ও ২০ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ২১ অক্টোবর, রবিবার থেকে আবারও শুরু হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

আবাসিক হলগুলো খোলা থাকবে কি না, এ বিষয়ে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, 'স্বল্প এই ছুটিতে হল প্রশাসন থেকে শিক্ষার্থীদের হলত্যাগের ব্যাপারে কোনও নোটিশ দেওয়া হয়নি। তবে এ কয়দিন হলের ডাইনিং অফ থাকবে। শিক্ষার্থী যারা হলে অবস্থান করবে তারা নিজ দায়িত্বে খাবার ব্যবস্থা করবে।'

সিলেটভিউ/১৪অক্টোবর২০১৮/এসসি/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন