আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বেরোবিতে সাংবাদিকের উপর হামলায় কুবি প্রেসক্লাবের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ১১:৫৮:১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

রবিবার কুবি প্রেসক্লাবের সভাপতি শতাব্দী জুবায়ের ও সাধারণ সম্পাদক মাহফুজ কিশোর এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা প্রকাশের পাশাপাশি হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শুক্রবার (১৬ নভেম্বর) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহপাঠিনীকে উত্যক্তের প্রতিবাদ করায় দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যকরী সদস্য রাব্বি হাসান সবুজের উপর হামলা করে উত্যক্তকারীরা। এতে সবুজ গুরুতরভাবে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা যায়। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও দোষীদের আইনের আওতায় আনা হয়নি।

দপ্তর সম্পাদক সিয়াম চৌধুরী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সংবাদকর্মীর উপর এমন হামলা স্বাধীন মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও দোষীদের আইনের আওতায় আনা হয়নি। এতে অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহ বাড়ার পাশাপাশি আইনের সুষ্ঠু প্রয়োগে বিঘ্ন ঘটছে। এছাড়াও, এমন ঘটনা ক্যাম্পাস সাংবাদিকতার মত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে হুমকিস্বরূপ বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে কুবি প্রেস ক্লাব নেতৃবৃন্দ দেশের সকল সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

আপনার মতামত দিন