Sylhet View 24 PRINT

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১০ ২০:০৯:২২

রাবি প্রতিনিধি :: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তলোন করে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়।

বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ শফিউল আলম এতে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোসলেহ উদ্দীন, এছাড়াও স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে প্রত্যক্ষ করেন। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.