Sylhet View 24 PRINT

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-১৮ ০৯:৫৪:০৫

সিলেটভিউ ডেস্ক ::  ২০২১ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় ১০০১ নম্বর অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি ভালো থেকে খারাপের সূচিতে বিশ্বের ৯৩টি দেশের ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকা করে টাইমস হায়ার এডুকেশন।

চারটি মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে। তা হলো: শিক্ষা প্রদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড।
বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই যুক্তরাষ্ট্রে। নিচে সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো।

১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

টানা পাঁচ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়।  

২. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয় গত বছর চার নম্বরে ছিল। এবার তালিকার দুই নম্বরে স্থান করে নিলো।

৩. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

গতবার যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয় সাত নম্বরে ছিল। এবার তিন নম্বরে জায়গা করে নিলো।

৪. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৫. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেশ বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবারের সূচিতে পাঁচ নম্বরে রয়েছে।

৬. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

গতবারের তালিকায় তিন নম্বরে ছিল যুক্তরাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়। এবার তিন ধাপ নিচে নেমে এর অবস্থান ছয় নম্বরে।

৭. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে

গতবার শীর্ষ দশে জায়গায় না পাওয়া অ্যামেরিকার এই বিশ্ববিদ্যালয় এ বছর সাত নম্বরে পৌঁছে গেছে।

৮. ইয়েল বিশ্ববিদ্যালয়

ইয়েল ইউনিভার্সিটি গতবারের অবস্থানেই আছে।

৯. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

 প্রিন্সটন ইউনিভার্সিটি গতবার ছয় নম্বরে ছিল। এবার নেমে গেছে নয় নম্বরে।

১০. ইউনিভার্সিটি অব শিকাগো

ইউনিভার্সিটি অব শিকাগোর অবনতি হয়েছে। গতবার ৯ নম্বরে ছিল। এবার ১০ নম্বরে নেমে গেছে।

সূত্র: টাইমস হায়ার এডুকেশন

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.