Sylhet View 24 PRINT

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ’র নাট্যোৎসবে ‘থিয়েটার সাস্ট’র নাটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৫-০৩-৩১ ১৫:৪০:৫৮

শাবি প্রতিনিধি, সিলেট, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫ :: সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট-এর আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত একুশের চেতনায় নাট্যোৎসবে উইলিয়াম শেক্সপিয়রের ইতিহাস বিখ্যাত প্রেমকাহিনী ‘রোমিও এন্ড জুলিয়েট’ এর ছায়া অবলম্বনে রচিত ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ পরিবেশন করতে যাচ্ছে থিয়েটার সাস্ট। এটি থিয়েটার সাস্টের ১০১তম প্রদর্শনী এবং ২৬ তম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন সাইমন জাকারিয়া।

‘থিয়েটার সাস্ট’ এর এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন মো. আরাফাত জাহান এবং সহ-নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ ইয়াসিন হোসাইন ও মাহমুদুল হাসান মাহমুদ। আগামীকাল বুধবার, সন্ধ্যা ৭টায় রিকাবীবাজারে নবনির্মিত কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে । নাটকের টিকেট শাবিপ্রবি ক্যাম্পাসে অর্জুনতলার টিকেট বুথে এবং শো এর আগে হল কাউন্টারে পাওয়া যাবে ।

সিলেটভিউ২৪ডটকম/সাম/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.