Sylhet View 24 PRINT

মাদ্রাসা শিক্ষা বোর্ডে সেরা ২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৫-০৫-৩০ ১৫:৩৪:২৫

এবার দাখিল পরীক্ষার ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা।

দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা, তৃতীয় স্থানে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত মাদ্রাসা, চতুর্থ স্থানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, পঞ্চম স্থানে রংপুরের ধাপ সাতগড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, ষষ্ঠ স্থানে নরসিংদীর জামেয়া কাসেমিয়া মহিলা মাদ্রাসা, সপ্তম স্থানে রাজশাহীর আল মারকাজুল ইসলামী আস সালাফি দাখিল মাদ্রাসা, অষ্টম স্থানে টঙ্গির তামিরুল মিল্লাত মাদ্রাসা, নবম স্থানে ডেমরার তামিরুল মিল্লাত মাদ্রাসা মহিলা শাখা, ১০ম স্থানে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, ১১তম স্থানে কুমিল্লার মকরা ডিএনএস ফাজিল মাদ্রাসা, ১২তম স্থানে লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ১৩তম স্থানে চট্রগামের জামে আহমাদিয়া সুন্নিয়া মহিলা আলিম মাদ্রাসা, ১৪তম স্থানে নওগাঁর নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসা, ১৫তম স্থানে টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, ১৬তম স্থানে বগুড়া সরকারি মোস্তাফাবিয়া কামিল মাদ্রাসা, ১৭তম স্থানে যশোর আমিনিয়া কামিলা মাদ্রাসা, ১৮তম স্থানে জামালপুরের শরীফপুর দাখিল মাদ্রাসা, ১৯তম স্থানে ব্রাক্ষণবাড়িয়ার আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসা এবং ২০তম স্থানে রয়েছে ঢাকার মিরপুরের মোহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

 

 

 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.