Sylhet View 24 PRINT

শাবিতে জালিয়াতির চক্রের বিচার দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-০৬ ১৬:৩৬:৫৫

শাবি প্রতিনিধি ::  ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের বিষয়ে প্রশাসনের অস্পষ্টতা এবং শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মৌন মিছিল এবং সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তৌহিদ জামাল অমির সভাপতিত্বে এবং কাসিব মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, জাহাঙ্গীর নোমান, রাকিবুল সাজন, আলী নেওয়াজ, মোস্তাফিজ মিল্টন, রাসেল আল মাসুদ প্রমুখ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাদের বিরুদ্ধে দ্রুত বিচার নেওয়ার দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, জালিয়াতির চেষ্টায় আটক ছাত্রলীগকর্মী আল আমিনকে ছাড়িয়ে আনতে কারা জাড়িত তাদের খুজে বের করতে হবে।

এসময় শিক্ষার্থীদের স্টুপিড গালি দেয়া এক প্রভোস্টকে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা ।

এবিষয়ে শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হক বলেন, শিক্ষার্থীরা অছাত্রসুলভ আচরণ করায় আমি এটা বলতে বাধ্য হই।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৬/এমকে/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.