Sylhet View 24 PRINT

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-২১ ০১:০০:১২

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিজ্ঞপ্তিটি পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর তিন মাস ২২ দিন পর মঙ্গলবার ৩৮তম বিসিএসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

‘এ বিসিএসের মাধ্যমে ২ হাজার ২৪ জন নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ’ বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

তিনি বলেন, ‘প্রার্থীরা ১০ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট। ’

এদিকে আগামী বিসিএস লিখিত পরীক্ষায় ৫০ নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ৩৮তম বিসিএস পরীক্ষা থেকে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন প্রণয়ন করা হবে। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে প্রশ্ন প্রণয়ন করা হবে। এতে করে ইংরেজি ভার্সন ও ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীরা আগামীতে পরীক্ষা দিতে পারবেন ইংরেজি ভাষাতেই।

৩৮তম বিসিএসের সধারণ ক্যাডারের মোট পদের সংখ্যা :৫২০ টি
.
১. বিসিএস(প্রশাসন)----৩০০
২. বিসিএস (আনসার)---৩১
৩. বিসিএস (সমবায়)----০২
৪. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)---১১
৫. বিসিএস (অর্থনীতি)-----০৬
৬. বিসিএস (পরিবার পরিকল্পনা)----০১
৭. বিসিএস (খাদ্য)----০৫
৮. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)----১৭
৯. বিসিএস (তথ্য)-------২৪
১০. বিসিএস (ডাক)----০৭
১১. বিসিএস (পুলিশ)----১০০
১২. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)---০৭
১৩. বিসিএস (কর)---০৯

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.