Sylhet View 24 PRINT

স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে যৌন শিক্ষার বই বিতরণ, বিতর্কে কর্তৃপক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৫ ০০:২৩:২২

যৌন শিক্ষার পুস্তিকা বিতরণ করা হল নিউজিল্যান্ডে একটি মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে! যা নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়। ‘নিরাপদ যৌনজীবন’ বা ‘সেফ সেক্স’ নামের ওই পুস্তিকায় বিয়ের আগে যৌন সম্পর্ক করেছে এমন মেয়েদের 'সস্তা বেশ্যা', এবং বিয়ে ছাড়াই একসঙ্গে থাকছে এমন যুগলকে ‘মজ্জাগতভাবে দায়িত্বহীন ব্যভিচারী’ বলে বর্ণনা করা হয়েছে।
 
বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, কেউ সমকামিতায় লিপ্ত হলে তার জন্য মৃত্যু ও নরক অপেক্ষা করছে। ক্রাইস্টচার্চের পাপানুই হাই স্কুলের স্বাস্থ্য শিক্ষার ক্লাসে ১৫ বছরের ছাত্রছাত্রীদের মধ্যে এমন পুস্তিকা বিলি করা হল। এরপর এক ছাত্রের মা এনিয়ে অভিযোগ করেন। এ নিয়ে অনলাইনেও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে।  

যদিও স্কুলটির প্রধান শিক্ষক জেফ স্মিথ বলছেন, ছাত্রদের কাছে একটি উগ্র মতাদর্শকে তুলে ধরার জন্যেই বইটি বিলি করা হয়েছে। এতে স্কুলের নিজস্ব আদর্শের কোন প্রতিফলন ঘটেনি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.