আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফের বাড়ল সোনার দাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-২৬ ০০:৪৪:০৮

ফের বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে।

রবিবার থেকে কার্যকর হবে সোনার নতুন এ দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। এছাড়া নভেম্বর এবং ডিসেম্বর মাস আমাদের এখানে বিয়ের মৌসুম হওয়ায় চাহিদাও বেড়েছে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমরা সোনার দর বাড়িয়েছি। সর্বশেষ দুই মাস আগে একবার সোনার দাম বাড়ানো হয়েছিল।

এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিল চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর।

শেয়ার করুন

আপনার মতামত দিন