আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দেশে আরোও নতুন ৩ ব্যাংক হচ্ছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-১০ ২২:৫১:৪৮

সিলেটভিউ ডেস্ক ::শিগগিরই দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তিনটি নতুন ব্যাংক। এরা হচ্ছে- পিপলস ব্যাংক, বাংলা ব্যাংক ও পুলিশ ব্যাংক নামে ৩টি নতুন ব্যাংক।

এর মধ্যে পিপলস ব্যাংকের উদ্যোক্তারা আবেদন করেছিল পিপলস ইসলামী ব্যাংক নামে। কিন্তু পরে তারা ব্যাংকটির নাম থেকে ইসলামী শব্দটি বাদ দিয়েছে। ফলে এ ব্যাংকটি পিপলস ব্যাংক হিসেবে লাইসেন্স পেতে যাচ্ছে। অপর দুটি হচ্ছে- বাংলা ব্যাংক এবং পুলিশ ব্যাংক।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে অনেক ব্যাংক আছে। তারপরও অনেক এলাকা ব্যাংকিং সেবার বাইরে আছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে।

লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় নতুন তিন ব্যাংক হলো পিপলস ব্যাংক, বাংলা ব্যাংক এবং পুলিশ বাহিনীর জন্য পুলিশ ব্যাংক। পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা হলেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ কাশেম।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হলেন বাংলা ব্যাংকের প্রধান উদ্যোক্তা। দেশে তাদের প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন ব্যবসা আছে। মো. জসিম উদ্দিন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহ-সভাপতি ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংকের আদলে হচ্ছে পুলিশ ব্যাংক। নতুন তিনটি ব্যাংক হলে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ৫৭ থেকে বেড়ে হবে ৬০।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ ডিসেম্বর ২০১৭/ ডেস্ক/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন