Sylhet View 24 PRINT

আবারও কমলো স্বর্ণের দাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২০ ০০:৪৭:১৮

বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১শ’ ৬৬ টাকা। স্বর্ণের নতুন এই দাম আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে কার্যকর হবে। এর আগে চলতি বছরের ২১ জুন স্বর্ণের দাম কমেছিল। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর খবর জানানো হয়েছে। তবে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম রয়েছে ২৭ হাজার ৫শ’ ৮৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৮ হাজার ৬৩৯ টাকা। আগে এই মানের স্বর্ণের দাম ছিলো ৪৯ হাজার ৮শ’ ৫ টাকা ভরি। একইভাবে ২১ ক্যারেট প্রতি ভরির দাম পড়বে ৪৬ হাজার ৩৬৫ টাকা। আগে দাম ছিলো ৪৭ হাজার ৫শ’ ৩১ টাকা।

১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ২৯১ টাকায়। আগে দাম ছিল ৪২ হাজার ৪শ’ ৫৭ টাকা।  সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ২৭ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতিতেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। এদিকে, বেশ কিছুদিন ধরে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।  প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.